News

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের নতুন রেকর্ড

By November 11, 2020No Comments

এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, দেশটিতে ২৪ ঘণ্টায় ২ লাখ ১ হাজার ৯৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হলো ১ কোটি ২৩ লাখ ৮ হাজার ২৪৩ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৮ জনের।

এএফপির খবরে জানা গেছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ১ হাজার ৫৩৫ জন মারা গেছেন। এটি গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য বলছে, দেশটিতে করোনায় সংক্রমিত ৬০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

Vaccine is coming soon


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মানতে এখনো নারাজ। তিনি বারবার মাস্ক পরার জন্য মানুষকে উপহাস করেছেন। দাবি করেছেন, করোনাভাইরাস একসময় নিজে থেকেই নির্মূল হবে।
তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার সংক্রমণ থেকে বিশ্বকে সুরক্ষিত রাখতে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন। এ সপ্তাহে তিনি বলেছেন, ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরা একমাত্র ভালো উপায়।
যুক্তরাষ্ট্রের ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োটেক স্থানীয় সময় গত সোমবার ঘোষণা দিয়েছে যে তাদের তৈরি টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।
   
   
   

 

করোনাভাইরাস একসময় নিজে থেকেই নির্মূল হবে। – Donald Trump

Vaccine is coming soon…

NameEmail
Ovaidul Haqueovi369853cse@gmail.com
A chart of Email Address

 

ovi

ovi

Leave a Reply

7 + two =